কয়েকদিনে সব ঠিক হয়ে যাবে: মুহিত

বিএনপি জোটের সহিংসতা মফস্বলে হত্যাকাণ্ড কমলেও ঢাকায় বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2015, 06:00 PM
Updated : 24 Feb 2015, 06:00 PM

তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের বর্তমান পরিস্থতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে অলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মুহিত বলেন, “বিএনপি জোট হরতাল-অবরোধের নামে যে সহিংসতা চালাচ্ছে তা টিকবে না। ইট ইজ ডাইয়িং। ইতিমধ্যেই মফস্বল শহরে সহিংসতা কমেছে। ঢাকায় বাড়ছে। তবে কয়েক দিনের মধ্যেই সব ঠিক হেয়ে যাবে।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বি্এনপি রাজনৈতিক কর্মসূচির নামে যে সহিংসতা করছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এ ধরনের ঘটনা ঘটেনি।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠক করেন।

বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের  চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কীনা- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “না এ সব নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এ সব বিষয়ে কিছু জানতেও চাননি।।”