সহিংসতার নেত্রীর সাথে সংলাপ চাই না: মহিউদ্দিন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘সহিংসতার নেত্রী’ আখ্যায়িত করে তার সাথে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 02:15 PM
Updated : 26 Jan 2015, 02:15 PM

সোমবার সকালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে একথা বলেন নগর আওয়ামী লীগ সভাপতি।

মহিউদ্দিন বলেন, খালেদা জিয়া পুত্রশোকে বাকরুদ্ধ হয়েও মানুষ হত্যার রাজনীতি চর্চা করে যাচ্ছেন।

“তিনি ঘরে বসে দেশ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের যে অশুভ তৎপরতার শুরু করেছেন তা প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের জানমাল নিয়ে অনেক খেলেছেন, এই খেলা বন্ধ করুন।

“তিনি সহিংসতার নেত্রী। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তার সাথে কোনো সংলাপ হতে পারে না, হবে না।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, যারা গণতন্ত্রের নামে পেট্রোল বোমা হামলা ও নৃশংসতার মাধ্যমে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুনীল সরকার, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ।