কুমিল্লার বিএনপি নেতা খোরশেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুমিল্লা (উত্তর) জেলার নেতা খোরশেদ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 12:12 PM
Updated : 23 Nov 2014, 12:12 PM
রোববার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা জেলা উত্তরের সভাপতি খোরশেদ আলমের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল।

খোরশেদ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে অর্থাৎ উত্তর জেলা বিএনপির সভাপতি পদে বহাল করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ২৯ নভেম্বর কুমিল্লার টাউন হল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই জনসভাকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করতেই বিএনপির এই সিদ্ধান্ত বলে দলীয় নেতারা মনে করছেন।