গ্রেপ্তারের পর আলালদের বিরুদ্ধে মামলা

বাসা থেকে কর্মীদেরসহ গ্রেপ্তার যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালদের বিরুদ্ধে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 07:18 PM
Updated : 25 Oct 2014, 07:18 PM

শনিবার সকালে আলালসহ ৬৩ জনকে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মামলা হয় বলে রাতে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হজ নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী কয়েকটি দল সারাদেশে রোববার হরতাল ডেকেছে।

একই দিন দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন নির্ধারিত রয়েছে।

তার এক দিন আগে বিএনপি নেতা আলালের বাড়িতে অভিযান চালায় পুলিশ, যার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওসি আজিজুল হক বলেন, “সকালে লালমাটিয়ার ওই বাসার আন্ডারগ্রাউন্ডে তারা বৈঠক করছিলেন। আমাদের কাছে খবর ছিল, হরতালে নাশকতা সৃষ্টির জন্য ওই বৈঠকে পরিকল্পনা চলছে। এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই।”

ফাইল ছবি

গ্রেপ্তারের পর সাবেক সংসদ সদস্য আলালসহ ৬৩ নেতা-কর্মীকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদার বাদী হয়ে মামলা করেন বলে জানান ওসি।

মামলায় হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগের এই মামলায় বিএনপি নেতা আলালকে প্রধান আসামি করা হয়েছে বলে জানান তিনি।

গণনায় ‘ভুল’

সকালে লালমাটিয়ায় বাসা থেকে আলালসহ ৬৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন ওসি। কিন্তু পরে মামলায় আসামি করা হয় ৬৩ জনকে।

হিসাব অনুযায়ী একজনকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ৬৩ জনকেই তারা গ্রেপ্তার করেছিলেন।

সকালে ৬৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানানোর বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আজিজুল বলেন, “সে সময় গণনায় ভুল হয়েছিল।”

গ্রেপ্তার সবাইকে রোববার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।