বিএনপির সভামঞ্চ ভাংচুরের অভিযোগ

সভার জন্য তৈরি মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:26 AM
Updated : 24 Oct 2014, 10:26 AM
শুক্রবার সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সন্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক সভা-সমাবেশের অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের সমাজকল্যাণ মোড়ে বিএনপি সমাবেশের আয়োজন করে।

বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করে সভার জন্য বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় মঞ্চ তৈরি করা হয়।

“কিন্তু গতকাল [বৃহস্পতিবার] সন্ধ্যার পর থানার ওসির নির্দেশে পুলিশ ওই মঞ্চ ভাংচুর করেছে এবং সভা করতে না দেয়ার ঘোষণা দিয়েছে।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলী, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সাংগঠনিক সম্পাদক নুর-কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ওই এলাকায় বিএনপি সভা ডাকার পর একই সময়ে একই স্থানে যুবলীগের পক্ষ থেকে আরেকটি সভা আহবান করায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় উভয় সংগঠনকে সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়েছে।

তবে, মঞ্চ ভাংচুর করার কথা অস্বীকার করেন তিনি।