চার জেলায় জনসভায় যাবেন খালেদা

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে চার জেলায় ২০ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখবেন জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 12:14 PM
Updated : 19 Oct 2014, 12:14 PM

রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী ২৩ অক্টোবর নীলফামারী, ৩০ অক্টোবর নাটোর, ১২ নভেম্বর কিশোরগঞ্জে সমাবেশ হবে।

কুমিল্লায় সমাবেশ হবে ৬ অথবা ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস সামনে রেখে।

বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, “জোট নেত্রী গণসংযোগের অংশ হিসেবে ওই সব জেলায় সমাবেশ করবেন।”

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের উদ্যোগের নিন্দা জানিয়ে অবিলম্বে তা থেকে সরে আসার দাবি ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়েরের নিন্দা জানিয়ে তিনি বলেন, “অনৈতিক সরকারের প্রশ্রয়ে এই মামলা করা হয়েছে। উদ্দেশ্য একটাই- বিরোধী দলের নেতাদের রাজনীতি থেকে দূরে রাখা।এভাবে মিথ্যা মামলা দেয়ার চক্রান্তে ক্ষমতাসীনরা মেতে উঠেছে।”

এর আগে ফখরুলের সভাপতিত্বে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠকে জামায়াতে ইসলামীর রিদওয়ান উল্লাহ শাহিদী, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাগপার খোন্দকার লুৎফর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির  হামদুল্লাহ আল মেহেদি, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জাতীয় পাটি (কাজী জাফর) খালেকুজ্জামান চৌধুরী, ন্যাপের স্বপন কুমার সাহা অংশ নেন।