জোটের বৈঠক ডেকেছেন খালেদা

জোটের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:14 AM
Updated : 30 Sept 2014, 09:14 AM

বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান, গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ২০ দলীয় জোট নেতাদের এই বৈঠক হবে।

“হজ নিয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্য এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।”

ফাইল ছবি

গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”

লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “এ হজে যে কতো ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশ নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”

ওই মন্তব্যের জন্য বিএনপি ইতোমধ্যে লতিফ সিদ্দিকীর অপসারণ দাবি করেছে। তাদের জোটসঙ্গী জামায়াতও মন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।