আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ফখরুল

দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণ করে সহিংসতার এক মামলায় জামিন নিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 09:19 AM
Updated : 18 Sept 2014, 12:41 PM

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

২০১২ সালের ডিসেম্বরে বিএনপি জোটের অবরোধে গাড়ি ভাংচুরের অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা এই মামলায় গত রোববার ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম ইউনুস খান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

আদালত থেকে জামিন পাওয়ার পর অসুস্থ মা ফাতেমা আমিনকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান তিনি। 

ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কদমতলী থানার ওই মামলার এজাহারে নাম না থাকলেও পরে অভিযোগপত্রে ফখরুলের নাম অন্তর্ভুক্ত করা হয়। 

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়াসহ নানা অভিযোগে দায়ের করা অন্তত তিন ডজন মামলার আসামি মির্জা ফখরুল।