কুমিল্লায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লার ছয় নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:09 PM
Updated : 2 Sept 2014, 04:09 PM
সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন, উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলার বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম, চান্দিনা পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, চান্দিনা পৌর যুবদল সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মেজবাহ্ উদ্দিন বাবুল।

মঙ্গলবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই নেতাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি বিকালে কুমিল্লায় পাঠানো হয়েছে।

গত ২৭ অগাস্ট চান্দিনায় বিএনপি-এলডিপি সংঘর্ষের ঘটনায় ওই রাতে বিএনপি নেতা খোরশেদ আলম এলডিপির কেন্দ্রীয় মহাসচিব রেদোয়ান আহমেদসহ এলডিপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। একই ঘটনায় ৩দিন পর রেদোয়ান আহমেদ পাল্টা মামলা করেন।