খালেদার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 05:10 PM
Updated : 26 August 2014, 05:10 PM

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান চীনের রাষ্ট্রদূত। এটা তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ছিল বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য লি জুনের প্রশংসা করেন খালেদা জিয়া।

দুজন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর খালেদার দেয়া নৈশভোজে অংশ নেন চীনের রাষ্ট্রদূত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এ সময় উপস্থিত ছিলেন।