বিএনপির আন্দোলন ‘শান্তিপূর্ণই’ হবে, আশা আশরাফের

বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আন্দোলন ‘শান্তিপূর্ণই’ হবে বলে আশা করছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 07:54 AM
Updated : 31 July 2014, 07:54 AM

এ বিষয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফ এ কথা বলেন। 

‘নিরপেক্ষ’ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে আসা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, তারা নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ে এগোতে চান।

কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগও মাঠে থাকার পাল্টা ঘোষণা দেয়ায় জনগণের মধ্যে গত বছরের মতো সংঘাত-সহিংসতার আশঙ্কা তৈরি হয়।   

গত শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মাঠে নামুক না, আমার আওয়ামী লীগ আছে। জনগণ আছে। মাঠের দেখা মাঠে হবে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দ আশরাফ বলেন, “আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তা করতে পারে। ইতোমধ্যে তারা ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করবে। আশা করি তারা সেভাবেই তা করবে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না। জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

আওয়ামী লীগের ‘মাঠে থাকার’ বিষয়ে প্রশ্ন করা হলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “ঈদের পরপরই ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস। আমাদের দল শোক দিবস নিয়েই ব্যস্ত।”

যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এবার মানুষ স্বস্তিতে ঈদ করতে পেরেছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।