এরশাদ ‘অসুস্থ’, ভারত সফর স্থগিত

অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফর স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 09:44 AM
Updated : 20 July 2014, 09:44 AM

এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিবার্য কারণে সফর স্থগিত করা হয়েছে। ঈদের পর সফরের সম্ভাবনা আছে।”

তবে সফরের নতুন তারিখ এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি।

ফাইল ছবি

সফর স্থগিত করার কারণ জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, “অসুস্থতার কারণে আপাতত সফর স্থগিত করা হয়েছে।”

এর আগে রোববার দুপুরে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তবে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবুল হাসান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদ রোববার সিএমএইচে গিয়েছিলেন।

এই সফরের উদ্দেশ্য জানতে চাইলে জিয়াউদ্দিন বাবুল বলেন, “মূলত দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যই পার্টি চেয়ারম্যানের ভারত সফরের কথা।”