কংগ্রেসের প্রস্তুতিতে ওয়ার্কার্স পার্টি

ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির কংগ্রেস হবে আগামী ২৪-২৭ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 12:40 PM
Updated : 20 April 2014, 12:40 PM

রাজশাহীতে অনুষ্ঠেয় এই কংগ্রেসের সাবির্ক প্রস্তুতি শেষ হয়েছে বলে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত বছরের মে মাসে কংগ্রেস হওয়ার কথা থাকলেও জামায়াত-শিবিরের তাণ্ডবের কারণে তা করা সম্ভব হয়নি বলে জানান দলের সভাপতি রাশেদ খান মেনন।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, ২৪ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

‘সাম্রাজ্যবাদী-মৌলবাদী ষড়যন্ত্র রুখো, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখ, জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত গণভিত্তিক পার্টি গড়ে তোল, বাম বিকল্প শক্তি ভিত গড়ে তোল’-নবম কংগ্রেসে এই স্লোগান ঠিক করেছে বামপন্থী দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে কংগ্রেস সফল করতে ১৫শ স্বেচ্ছাসেবক কাজ করছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী মেনন বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি তাদেরও রয়েছে।

এই দাবিতে বিএনপির লংমার্চকে ‘লোক দেখানো’ কর্মসূচি আখ্যায়িত করে তিনি বলেন, “দশ বছর ক্ষমতায় থাকলেও তারা তিস্তা চুক্তি নিয়ে কিছু বলেনি।”

তোপখানা সড়কে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, কামরুল আহসান, হাজেরা সুলতানা, সুশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন।