চায়না ও শাওনের মুক্তি দাবি ছাত্র ইউনিয়নের

সংগঠনের রাঙামাটির নেতা চায়না পাটোয়ারী এবং শাওন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 06:27 PM
Updated : 4 June 2017, 06:27 PM

বাম ছাত্র সংগঠনটির রাঙামাটি জেলার শাখার সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা শাওন তথ্য প্রযুক্তি আইনের মামলায় কারাগারে রয়েছেন।

ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতুর ৫৭ ধারায় দায়ের করা একটি মামলায় ছাত্র ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মুক্তি দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, “৫৭ ধারাকে হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।”

রাঙমাটির লংগদুতে পাহাড়িদের উপর হামলার ঘটনায় ইন্টারনেটে লেখালেখির কারণে এই মামলাটি হয়েছে ছাত্র ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে।

লিটন পাহাড়িদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি করে বলেন, “অবিলম্বে পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে।”