ইসলামকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হবে: এরশাদ

জীবনাচরণের নানা দিক নিয়ে সমালোচিত এইচ এম এরশাদ বলেছেন, ইসলাম ছাড়া কোনো শৃঙ্খলা আসবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 04:25 PM
Updated : 28 May 2017, 04:25 PM

রোজার প্রথম দিন রোববার গুলশানের একটি কনভেনশন সেন্টারে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ইসলামী কয়েকটি দলকে নিয়ে জোট গড়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েছেন এরশাদ। 

ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামকে মাদ্রাসা মসজিদে রাখলে হবে না। ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে হবে।

“সমাজে আজ বিশৃঙ্খলা, অবিচার, অন্যায়…ইসলাম ছাড়া শৃঙ্খলা আসবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতেই হবে। না হলে আমরা মুক্তি পাব না।”

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এরশাদ বর্তমানে প্রধানমন্ত্রীর দূত হিসেবে কাজ করছেন। তার দল জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে।

ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।