শেখ হাসিনার পাশে দাঁড়ান: দেশবাসীকে আওয়ামী লীগ নেতারা

বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 03:03 PM
Updated : 26 Sept 2017, 01:39 PM

বুধবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তারা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন শেখ হাসিনা।

তারপর নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুকন্যা। বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার লক্ষ্য স্থির করেছেন তিনি।

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুকন্যার রাজনীতিতে আসার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।

“বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি দেশবাসীকে অনুরোধ করছি শেখ হাসিনার পাশে দাঁড়ান। তিনি সোনার বাংলা গড়ে তুলবেন, আশা করি।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী তোফায়েল আহম্মেদ শেখ হাসিনার দেশে ফেরার গুরুত্ব তুলে ধরে বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

একই কথা বলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য বক্তারা।

ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুর পলিটিক্যাল লিগাসির মৃত্যু নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রার লিগাসি, যা বেঁচে থাকবে চির দিন।”

সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

স্বামী এম ওয়াজেদ মিয়ার গবেষণার কারণে ১৯৭৫ সালের ৩০ জুলাই জার্মানিতে গিয়েছিলেন শেখ হাসিনা; ছোট বোন শেখ রেহানাও সেখানে গিয়েছিলেন বেড়াতে।  

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে থাকা অবস্থায় আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে। তাকে হত্যার চেষ্টাও হয়েছিল অনেকবার।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে জানিয়ে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ সেলিম।

তিনি বলেন, “সামান্য স্বার্থ নিয়ে পার্টির মধ্যে বিশৃঙ্খলা-বিদ্রোহ সৃষ্টি করবেন না। মানুষের কল্যাণে আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এ জন্য সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মনে রাখবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না।”

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।”

শেখ সেলিম বিএনপির পাশাপাশি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ারও সমালোচনা করেন।   

নাম উল্লেখ না করে তিনি বলেন, “তোমরা পালাবে কোথায়? এতিমের টাকা মেরে খাও, ছেলেরা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে। আমেরিকার ফেডারেল কোর্টে সাজা হয়েছে। এবার তোমারও বিচার হবে।”

শেখ সেলিমের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সদস্য মারুফা আক্তার পপি বক্তব্য রাখেন।

এই আলোচনা সভায় সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ডা. নুজহাত চৌধুরীও বক্তব্য রাখেন।