সাংবাদিকদের জন্য খালেদার ‘বাংলাদেশি লাড্ডু’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ‘বাংলাদেশি লাড্ডু’তে আপ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 01:31 PM
Updated : 12 April 2017, 01:31 PM

সফর ‘সম্পূর্ণ সফল’ হয়েছে- শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টায় বুধবার নিজের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দাবি করেন, সফরটি ‘চরম ব্যর্থ’ হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে খালেদা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের জন্য আমি সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। কালকে প্রধানমন্ত্রী কাছ থেকে দিল্লির লাড্ডু খেয়ে এসেছেন, কিন্তু আজকে আমি বাংলাদেশের লাড্ডু আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করেছি। আপনারা খেয়ে যাবেন।”

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার সাংবাদিকদের আপ্যায়নের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরও সাংবাদিকদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। সেখানে লাড্ডুও ছিল। এই লাড্ডু দিল্লি থেকে এনেছেন বলেও তখন জানানো হয়েছিল।