ভারতের সঙ্গে কী হল, আলোচনা করলেন খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 06:40 PM
Updated : 10 April 2017, 06:40 PM

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দেড় ঘণ্টার এই বৈঠকের পর সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

তবে বিএনপির একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর এবং চুক্তির বিষয়ে দলের অবস্থান ‘শিগগিরই’ জাতিকে জানানো হবে।

বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সোমবার শেখ হাসিনা দেশে ফেরার কয়েক ঘণ্টা পর এই বৈঠক হয় বিএনপি।

এই সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়, এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও রয়েছে।

খালেদা জিয়া ইতোপূর্বে বলেছেন, শেখ হাসিনা আরও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে চুক্তি করে এসেছেন।

তার এই কথাকে অর্বাচীনের উক্তি বলেছেন শেখ হাসিনা।