ওয়েস্টমিনস্টারে হামলা: টেরিজা মেকে খালেদার চিঠি

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মেকে চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 06:37 AM
Updated : 27 March 2017, 07:06 AM

দলের বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সোমবার সকালে বারিধারায় ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল উইংয়ের প্রধান আদ্রিয়ান জোনসের হাতে খালেদা জিয়ার ওই চিঠি পৌঁছে দেন।

রিপন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিতে আমাদের চেয়ারপারসন জঙ্গি ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন।”

খালেদার চিঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে বলে জানান রিপন।

গত ২২ মার্চ এক হামলাকারী ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং এক পুলিশ সদস্যকে ছুরি মারে। ওই ঘটনায় নিহত হন চারজন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।   

হামলার সময় হাউস অব কমন্সে অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী টেরিজা মেও অধিবেশনে উপস্থিত ছিলেন।

ব্রাসেলসে সন্ত্রাসী হামলার বছর পূর্তির দিনে লন্ডনের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছে যুক্তরাজ্য পুলিশ।

ওই ঘটনার পরপরই খালেদা জিয়া এক টুইটে ওয়েস্টমিনস্টারে ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন।