কুমিল্লায় বিএনপির প্রার্থী মনিরুল

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে বেছে নিয়েছে বিএনপি।

জ‌্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 06:38 PM
Updated : 25 Feb 2017, 08:20 PM

২০১২ সালের ভোটে জিতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন এই বিএনপি নেতা। 

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার পর খালেদা জিয়া সাক্কুকে প্রার্থী মনোনীত করেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম সম্ভাব‌্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর মনিরুল হক সাক্কুকে পূনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।”

সাক্ষাৎকারের সময়ে খালেদা জিয়ার সঙ্গে তিনি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৩০ মার্চ এই সিটি করপোরেশনে ভোট হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হবে কুমিল্লা সিটিতে।