জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার খাবার বিতরণ

স্বামী জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 08:51 AM
Updated : 31 May 2016, 08:51 AM

মঙ্গলবার বেলা পৌনে ১টায় খিলগাঁও জোড়াপুকুর মাঠের সামনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এরপর মাদারটেকের আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়, হাটখোলার অভিসার সিনেমা হলের সামনে খাবার বিতরণে যান বিএনপি চেয়ারপারসন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খিলগাঁও থানার সভাপতি ইউনুস মৃধা, স্থানীয় নেতা মামুনুর রশিদ আখন্দ, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

খালেদা জিয়া এদিন গেন্ডারিয়া কাঠের পুল, ধোলাইপাড়, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, জুরাইন আলম মার্কেট, শ্যামপুর ঈদগাহ মাঠেও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে বিএনপি নেতারা জানান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি তিনদিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। প্রথম দিন সোমবার খালেদা জিয়া মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠসহ ৩১টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।