প্রার্থী ‘চূড়ান্ত’ করতে সোমবার বসছে আ. লীগ

পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 07:58 AM
Updated : 29 Nov 2015, 07:58 AM

রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ডের এই বৈঠক সন্ধ্যা ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

মনোনয়ন বোর্ডের’ সভাপতি হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৬টিতে আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে। এতে অংশ নিতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দলীয় সভানেত্রীর প্রত্যয়নপত্র নিয়েই নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের দলীয় সমর্থন নিশ্চিত করবেন।

নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ঠিক করতে এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভা হয়।

শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সিদ্ধান্ত হয়, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা স্থানীয় সাংসদদের পরামর্শ নিয়ে একজন মেয়র প্রার্থী মনোনয়ন দেবেন।

মনোনীত প্রার্থীদের নাম সোমবারের মধ্যে সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর কথা। এর ভিত্তিতেই স্থানীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম চূড়ান্ত করবে।

নতুন বিধি অনুযায়ী, মেয়র পদে দল মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করতে পারবেন সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে দিতে হবে।