পৌর ভোটে আছে বিএনএফও

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই মেয়র পদের জন্য ফরম বিক্রি ও জমা দেওয়ার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 04:24 PM
Updated : 25 Nov 2015, 04:24 PM

৫ জানুয়ারির নির্বাচনে একটি আসন নিয়ে সংসদে থাকা দলটির দপ্তর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরম বিক্রি শুরু হবে ২৬ নভেম্বর থেকে, ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর।

প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই করার জন্য বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদের রাজনৈতিক উপদেষ্টা মমতাজ জাহান চৌধুরীকে চেয়রম্যান করে ১৩ সদস্যের একটি বোর্ডও গঠন করেছে দলটি।

২০১০ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জিয়াউর রহমানের ‘আদর্শকে সামনে রেখে’ ২০১২ সালের ১০ আগস্ট বিএনএফ গঠন করেন নাজমুল হুদা।

দল গঠনের কিছুদিন পর নাজমুল হুদাকে হটিয়ে বিএনএফের সভাপতির দায়িত্বে আসেন আবুল কালাম আজাদ।