বিএনপি নেতা বুলুকে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর বিমানবন্দর থানার নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 05:03 PM
Updated : 12 Oct 2015, 05:03 PM

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, বিএনপির চেয়ারপাসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা সাইফুল আলম নিরব, আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকুর নাম রয়েছে।

হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় নাশকতার অভিযোগে থানার পরিদর্শক মো. ফারুক হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের  বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।

একই বছরের ২২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাইফুল ইসলাম বিএনপির ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১৮ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালতে পরোয়ানা জারির এ আদেশ এল।