আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপির কর্মসূচি

কারাবন্দি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে পাঁচ দিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা জেলা বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 12:40 PM
Updated : 3 August 2015, 12:40 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এই কর্মসূচি ঘোষণা করেন, যা সহযোগী সংগঠনগুলোও পালন করবে।

আগামী বুধবার জেলা যুবদল, শুক্রবার জেলা ছাত্রদল ও কেরানীগঞ্জ থানা ছাত্রদল, ১০ অগাস্ট জেলা স্বেচ্ছাসেবক দল, ১২ আগস্ট জেলা কৃষক দল এবং ১৬ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ হবে।

মান্নান বলেন, “আমরা অবিলম্বে জনাব আমানের মুক্তিসহ তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

নাশকতার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে আমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আমানের বিরুদ্ধে মোট ৭০টি মামলা রয়েছে। ৬৩টি মামলায় জামিন পেলেও সাতটি মামলায় তার জামিন হয়নি।

ঘোষিত প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হবে জানিয়ে মান্নান বলেন, “আমাদের ঘোষিত সকল প্রতিবাদ সমাবেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে হল রুমে অনুষ্ঠিত হবে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব কর্মসূচিতে কোনো বাধা প্রদান করবেন না।”

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, কেরানীগঞ্জ মডেল থানার শরীফ মো. মহিউদ্দিন, জেলা যুবদলের নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের রেজাউল কবির পল, জেলা মহিলা দলের সাবিনা ইয়াসমীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আবদুর রহমান বাবুল, ওয়াহিদুর রহমান বারী, জেলা কৃষক দলের মোহাম্মদ টোকন উপস্থিত ছিলেন।