রাতারগুল: বন বিভাগের বাণিজ্য-ভাবনা

>> হাসান মোরশেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 06:05 PM
Updated : 11 April 2014, 06:05 PM

বহু বছর ধরে লোকচক্ষুর প্রায় আড়ালে থাকা এই ছোট্ট বনটি গত তিন বছরে সর্বাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়িত্বজ্ঞানহীন পর্যটকেরা শহর থেকে বিরিয়ানি ও চিপসের প্যাকেট সঙ্গে করে নিয়ে গেছেন। জলারণ্যের জলে পলিথিনের প্যাকেট ফেলে এসেছেন। বনের ভিতরে উচ্চস্বরে বাজিয়েছেন চটুল গান। এতে বনের স্থায়ী বাসিন্দা পশু-পাখিদের কী ক্ষতি হচ্ছে সেটা বেশিরভাগ পর্যটক যেমন বিবেচনায় আনেননি, তেমনি তাদেরকে কেউ এটা মনে করিয়েও দেননি।

অথচ বহু বছর আগে থেকে এটি সরকার ঘোষিত ‘Wild Life Sanctuary’ এবং এই বন্যপ্রাণি অভয়ারণ্যের রক্ষণাবেক্ষণের জন্য এখানে বন বিভাগের একটি বিট অফিসও রয়েছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)