নারীর জন্য সমতা মানে সকলের এগিয়ে যাওয়া

>> মাসুমা বিল্লাহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2014, 10:14 AM
Updated : 8 March 2014, 11:54 AM

পুরুষশাসিত বাংলাদেশি এই সমাজ ব্যবস্থায় কর্মক্ষেত্র তথা সামাজিক সম্পৃক্ততায় এবং জীবনচারিতায় নারী এখনও শারীরিক সৌন্দর্যে যতটা পরিচিত হয় তার চেয়ে অনেক কম মূল্যায়িত হয় তার মেধা ও মননে। নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি আজও মধ্যযুগীয় নতুবা সামন্ততান্ত্রিক। গ্রামীণ নারী এবং শহুরে নারী, শিক্ষিত নারী এবং অশিক্ষিত নারী, ধনী নারী এবং দরিদ্র নারীর মধ্যে অযুত ব্যবধান বিদ্যমান।

বাংলাদেশে বর্তমান প্রতিবাদী বাস্তবতায় এবারের নারী দিবস দিবসের তাৎপর্য ভিন্নতর। বর্তমান বাংলাদেশে নারী আবার বেরিয়ে এসেছে একাত্তরের নৃশংস নির্যাতনের বিচার চাইতে, চি‎হ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারুণ্যের যে জাগরণ সেখানে সর্বস্তরের নারীর উজ্জ্বল অংশগ্রহণ এবারের নারী দিবস উদযাপনে দিচ্ছে ভিন্ন মাত্রা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)