স্থূল ক্যান্সার রোগীরা বাঁচে বেশিদিন

কলোরেক্টাল ক্যান্সারে আক্রান্তদের মধ্যে যাদের ওজন অতিরিক্ত বেশি বা স্থূল তারা যাদের ওজন সঠিক বা কম তাদের তুলনায় বেশিদিন বাঁচতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 04:14 PM
Updated : 5 July 2015, 04:15 PM

যদিও অতিরিক্ত ওজনের সঙ্গে কলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি হওয়ার একটি সম্পর্ক রয়েছে।

প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অধ্যাপক ইউসুফ জাফর বলেন, “কলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের ওজন স্বাভাবিক বা কম তারা অতিরিক্ত ওজনের ব্যক্তিদের তুলনায় কম দিন বাঁচার ঝুঁকিতে থাকে। গবেষণার এ ফল আমাদের বিস্মিত করেছে।”

গবেষকরা কলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত ৬,১২৮ জনের ওপর পরীক্ষা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, যাদের ওজন বেশি তারা চিকিৎসা শুরু করার পর গড়ে প্রায় ২৪ মাস বেঁচে থাকে। সেই তুলনায় যারা স্বাভাবিক ওজনের অধিকারী তারা গড়ে ২১ মাস বাঁচে।