পাকিস্তানে পোলিও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে

গত ১৪ বছরের মধ্যে পাকিস্তানে পোলিও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2014, 11:46 AM
Updated : 4 Oct 2014, 11:46 AM

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ২০২টি পোলিও আক্রান্তের ঘটনা চিকিৎসকদের গোচরে এসেছে। এর আগে ২০০১ সালে ১৯৯ জন পোলিও রোগী চিহ্নিত করা হয়েছিল, যা তখন সর্বোচ্চ বলে ধরে নেয়া হয়েছিল।

পোলিও ব্যাধি নির্মূলে টিকা দাতা প্রতিনিধিদের ওপর সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলাকে রোগটির বিস্তৃতির জন্য দায়ী করা হচ্ছে। আক্রান্তের অধিকাংশ ঘটনা ঘটছে উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে।

চিকিৎসকরা পোলিও টিকাদান কর্মসূচির আড়ালে সেখানে গুপ্তচরবৃত্তি চালায় বলে জঙ্গিদের অভিযোগ। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পোলিওকর্মীদের ওপর জঙ্গিদের সন্দেহ বেড়ে যায়।

ভুয়া টিকাদান কর্মসূচির আড়ালে বিন লাদেনের অবস্থান চিহ্নিত করা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়।

২০১২ সালের পর থেকে হামলায় অন্তত ৬০ জন পোলিওকর্মী নিহত হন, যাদের মধ্যে চিকিৎসক, তাদের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা রয়েছেন।

চলতি বছরের শুরুতে পাকিস্তানের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর থেকে বিদেশ সফরে যাওয়ার সময় টিকা নেয়ার প্রমাণ দেখাতে হচ্ছে পাকিস্তানিদের।

বিশ্বে পোলিও আক্রান্ত তিন শীর্ষ দেশের অন্যতম পাকিস্তান। আফগানিস্তান ও নাইজেরিয়াতেও অন্যতম উদ্বেগের কারণ পোলিও।