প্রসূতিদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স

মাতৃ ও শিশু মৃত্যু রোধ করতে প্রসূতিদের বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2014, 02:13 PM
Updated : 2 July 2014, 02:13 PM

এই নির্দেশনা ইতোমধ্যে সারাদেশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, গর্ভবতী মহিলাদের প্রসবকালীন সময়ে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেব।

সন্তানসম্ভবা নারীদের স্বজনরা হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন বলে মন্ত্রী জানান।

“আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, যারা অ্যাম্বুলেন্সের ভাড়ার অভাবে অদক্ষ দাই দিয়ে সন্তান জন্ম দিতে গিয়ে অকালে মারা যান। তাই সরকার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

প্রসূতিদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স দেয়ার ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অবহেলা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।

চলতি অর্থবছরের মধ্যে দেশের ২০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।