ভেজাল ওষুধ বিক্রি বন্ধে আসছে ‘মডেল ফার্মেসি’

বাংলাদেশে ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে ‘মডেল ফার্মেসি’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 01:33 PM
Updated : 10 August 2016, 01:34 PM

ওষুধ প্রশাসন অধিদপ্তর ‘মডেল ফার্মেসি’র এই ‘পাইলট’ প্রকল্পের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করেছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মুস্তাফিজুর রহমান।

সরকার-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এসব ফার্মেসি চালু হবে জানিয়ে তিনি বলেন, “এই বছরের মধ্যেই অন্তত ১৫০টি ‘এ গ্রেড’ এবং ২০০০ ‘বি গ্রেড’ ফার্মেসি আনতে পারব বলে আশা করি।

“এসব দোকান ফার্মাসিস্ট নিয়োগসহ ওষুধ বিক্রির সব ধরনের মান বজায় রাখবে। তারা যে ওষুধ বিক্রি করছে সেই ওষুধ সম্পর্কে ক্রেতাদের সংক্ষিপ্ত ধারণাও দেবে।”

ডা. মুস্তাফিজুর বলেন, “যদি সফল হই, আমরা এটাকে ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব।”

এই ব্যবস্থা ভুয়া ও নকল ওষুধ বিক্রি ঠেকাবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি মানহীন ওষুধ বাজারজাত করায় উচ্চ আদালত থেকে দেশের ৩৪টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশনা আসার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

নির্দেশনা অনুযায়ী এসব কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক ডা. মুস্তাফিজুর রহমান।

সারাদেশে ১ লাখ ২০ হাজার ফার্মেসি ওষুধ প্রশাসনের নিবন্ধিত। এদের মধ্যে এ গ্রেড ফার্মেসিগুলোকে স্নাতক সম্পন্ন করা ফার্মাসিস্ট এবং বি গ্রেড ফার্মেসিগুলোকে ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।