২০ তলা হবে ঢাকা মেডিকেল ও মিটফোর্ডে

ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল সম্প্রসারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ২০তলা ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 02:00 PM
Updated : 21 July 2016, 02:07 PM

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন বলে জানান তিনি।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের একটি প্রকল্প নিয়ে আলোচনার এক পর্যায়ে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর ওপারে সলিমুল্লাহ মেডিকেল কলেজের জায়গা আছে। মেডিকেল সম্প্রসারণে প্রয়োজনে ওই পাড়ের জায়গা ব্যবহার করা যেতে পারে।

“এক্ষেত্রে দুপারেই ২০তলা ভবন করে সংযোগের জন্য মাঝখানে সেতু করে দেওয়া যেতে পারে।”

প্রধানমন্ত্রীর এই পরামর্শের ব্যাখ্যা দিয়ে মুস্তফা কামাল বলেন, “অনেকটা টুইন টাওয়ারের আদলে এ্ই ভবন নির্মাণ হবে। এতে স্বাস্থ্য খাতে সেবার মান বাড়ানো সম্ভব হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণেও প্রধানমন্ত্রী নতুন করে বহুতল ভবন নির্মাণের নির্দেশ দেন।

এক্ষেত্রে তিনি সামনের দিকে ব্রিটিশ আমলের ভবন (হাসপাতালের মূল ভবন) অক্ষুণ্ন রেখে ভিতরের অংশে এই ২০তলা ভবন নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এ বিষয়ে প্রকল্প হাতে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।