শ্রীলঙ্কার তরুণদের মধ্যে বাড়ছে এইডস সংক্রমণ

শ্রীলঙ্কার তরুণদের মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 01:42 PM
Updated : 11 Oct 2015, 10:57 AM

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিনহুয়া  বার্তা সংস্থার খবরে বলা হয়, এ বছরই নতুন করে প্রায় ১৬০ জনের এইডস সংক্রমণ ধরা পড়েছে।

জাতীয় যৌনবাহিত রোগ (এসটিডি) নির্মূল বিভাগের পরিচালক সিসিরা লিয়ানাজের দাবি, নতুন করে এইডস সনাক্ত হওয়া ওইসব ব্যক্তির অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মাদক ব্যবহার, সমকামিতা ও দেশের বাইরে কাজ করা ব্যক্তিদের কারণেও এইডস সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

২০১৪ সালে শ্রীলঙ্কায় ২২৮ জনের বেশি এইডস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে বলেও জানান লিয়ানাজে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় এইডস আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৩,৩০০। এছাড়া আরো ২০০ জন এইডস আক্রান্ত হওয়ার পর মারা গেছে।