যুক্তরাষ্ট্রে ‘নারীদের ভায়াগ্রা’ অনুমোদন

নারীদের যৌনশক্তি বাড়ানোর একটি ওষুধ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) । এই ওষুধকে বলা হচ্ছে ‘নারীদের ভায়াগ্রা’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2015, 07:23 AM
Updated : 12 Oct 2015, 02:09 PM

বিবিসি বলছে, সম্প্রতি এফডিএ-র উপদেষ্টা কমিটির এক বৈঠকে স্প্রউট ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ফিলবানসেরিন নামের ওই ওষুধটিকে অনুমোদন করা হয়েছে। 

মস্তিষ্কের নির্দিষ্ট রাসায়নিকের মাত্রা বাড়িয়ে মেনোপজ-পূর্ববর্তী নারীদের যৌন উত্তেজনা ফিরে পেতে ওষুধটি তৈরি করা হয়েছে। 

কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া থাকার কারণে ওষুধটির সমালোচনা করা হচ্ছিল।

‘আডাই’ নাম দিয়ে ওষুধটির একটি সংস্করণ বাজারে ছাড়া হবে। এর আগে অনুমোদনের জন্য এই সংস্করণটি জমা দেওয়া হলেও কখনোই অনুমোদন মেলেনি। 

কার্যকারিতার অভাব ও বমি বমি ভাব, মাথা ঘোরানো ও সংজ্ঞা হারিয়ে ফেলার মতো পার্শ্ব-প্রতিক্রিয়া থাকায় এফডিএ দুইবার ওষুধটির অনুমোদনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। 

পরীক্ষামূলকভাবে ওষুধটি ব্যবহার করা নারীরা প্রতিমাসে একাধিকবার যৌনতৃপ্তি লাভ করার কথা জানিয়েছেন। 

প্রকৃতপক্ষে একটি জার্মান ওষুধ কোম্পানি এই ওষুধটির আসল উৎপাদক। ‍কিন্তু এফডিএ প্রত্যাখ্যান করার পর স্প্রউট কোম্পানি জার্মানির ওই কোম্পানিটির কাছ থেকে ওষুধটির স্বত্ত্ব কিনে নেয়।  

চিকিৎসকের ছাড়পত্র অনুযায়ী ওষুধটি ব্যবহার করতে হবে।