পাপিয়া সারোয়ারের ‘পূর্ণ চাঁদের মায়ায়’

কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ারের গাওয়া রবীন্দ্রনাথের গান নিয়ে ‘পূর্ণ চাঁদের মায়ায়’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2013, 09:03 PM
Updated : 30 Jan 2013, 09:03 PM

জি-সিরিজ এর কর্ণধার নাজমুল হক ভুঁইয়া গ্লিটজকে বলেন, ‘৪ বছর পর পাপিয়া সারোয়ারের অ্যালবাম প্রকাশিত হয়েছে। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। অ্যালবামে ১৪টি গান কয়েছে। এর মধ্যে সাদি মুহম্মদের সঙ্গে তিনি একটি গানে কন্ঠ দিয়েছেন।’

অ্যালবামের গানের মধ্যে আছে  তোমারি মধুর রূপে, যখন এসেছিলে, শুধু যাওয়া আসা, পূর্ণ চাঁদের মায়ায়, ও কেন ভালোবাসা, আজ কিছুতেই যায়না, মেঘের পরে মেঘ, যে ফুল ঝরে, ভালবাসিলে যদি সে, পুষ্পবনে পুষ্প নাহি, তুমি তো সেই, দীপ নিভে গেছে মম, চির বন্ধু চিরনির্ভর ও সমুখে শান্তি পারাবার।