'বারফি!'র ফিল্মফেয়ার জয়

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর ২০১৩ এর আসরে এবার বাজিমাত করলো ‘বারফি!’। ২০ জানুয়ারি ইয়াশরাজ স্টুডিওতে অনুষ্ঠিত হওয়া ৫৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর ‘সেরা চলচ্চিত্র’সহ সর্বোচ্চ সাতটি বিভাগের পুরস্কার বাগিয়ে নিয়েছে অনুরাগ বসু পরিচালিত সিনেমাটি। এতে অভিনয়ের সুবাদে ‘সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রণবীর কাপুর। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

বিনোদন ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2013, 09:58 PM
Updated : 21 Jan 2013, 10:09 PM

৫ টি বিভাগের পুরস্কার জিতে ‘বারফি!’র পরের স্থানেই রয়েছে ‘কাহানি’। এর প্রধান চরিত্রে অভিনয় করে ‘সেরা অভিনেত্রী’র খেতাব জয় করেছেন বিদ্যা বালান। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন রণবীর ও বিদ্যা। ‘কাহানি’র নির্মাতা সুজিত সরকার অর্জন করেছেন ‘সেরা পরিচালক’ এর খেতাব।
এদিকে, অনুষ্ঠানটির সমালোচক বিভাগের ‘সেরা চলচ্চিত্র’র পুরস্কার জয় করেছে অনুরাগ কাশ্যপ-এর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। সিনেমাটির প্রধান অভিনেত্রী রিচা চাড্ডা অর্জন করেছেন ওই বিভাগের ‘সেরা অভিনেত্রী’র খেতাব। ‘সেরা অভিনেতা’র পুরস্কার অর্জন করেছেন ইরফান খান, ‘পান সিং তোমার’ এ অভিনয়ের সুবাদে।
‘ভিকি ডোনার’ এ অভিনয়ের সুবাদে ২০১৩ এর ‘সেরা নবাগত অভিনেতা’র পুরস্কার অর্জন করেছেন আয়ুষ্মান খুরানা। এছাড়া সিনেমাটির একটি গান ‘পানি দা রাং’-এ কণ্ঠ দেওয়ায় ‘সেরা প্লেব্যাক গায়ক’ এর পুরস্কারটিও বাগিয়ে নিয়েছেন তিনি। ওদিকে ‘বারফি!’ তে অভিনয়ের জন্য ‘সেরা নবাগত অভিনেত্রী’র পুরস্কার জয় করেছেন ইলিয়েনা ডি-ক্রুজ। সিনেমাটির সঙ্গীত পরিচালনার সুবাদে ‘সেরা সুরকার’-এর পুরস্কার জয় করেছেন প্রীতম। এছাড়াও ‘ইংলিশ ভিংলিশ’ এর জন্য ‘সেরা নবাগত পরিচালক’-এর পুরস্কার জিতে নিয়েছেন গৌরী শিন্ডে।
এবারের আসরে ‘আজীবন সম্মাননা’ জানানো হয়েছে প্রয়াত পরিচালক ইয়াশ চোপড়াকে। অনুষ্ঠানের একটি বিশেষ আয়োজনে ওই মরণোত্তর পুরস্কারটি ইয়াশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার হাতে তুলে দেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
ইয়াশ চোপড়ার সর্বশেষ সিনেমা ‘যাব তাক হ্যায় জান’ এবারের আসরে মনোনীত হয়েছিলো ৮ টি বিভাগে। তবে শেষপর্যন্ত এটির ঘরে গেছে কেবল দুটি পুরস্কার। এতে একজন উঠতি সাংবাদিকের চরিত্রে অভিনয় করে ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী’র পুরস্কার অর্জন করেছেন আনুশকা শর্মা। এছাড়াও আসরের একটি বিশেষ পুরস্কার ‘আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর আপকামিং মিউজিক ট্যালেন্ট’ জয় করেছেন নীতি মোহান, সিনেমাটির গান ‘জিয়া রে’তে প্লেব্যাক এর সুবাদে। ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন আনু কাপুর, তিনি অভিনয় করেছিলেন ‘ভিকি ডোনার’-এ।
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার একটি বিশেষ ট্রফি দেওয়া হয় পুরস্কারপ্রাপ্তদের। সোনালি রং এর পাদদেশের ঐ ট্রফি চলতি মাসের শুরুতে উন্মোচন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পুরো অনুষ্ঠানটির বিভিন্ন অংশে পারর্ফম করেন শাহরুখ খান, রণবীর কাপুর, আনুশকা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ আরো অনেকে।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান এবং সাইফ আলি খান।