‘মরা গরুর’ মাংস বিক্রি, তিনজনের সাজা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে ‘মরা গরুর’ মাংস বিক্রির অভিযোগে তিনজনকে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:26 PM
Updated : 26 Sept 2017, 02:26 PM

মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থলে যান।

পরে খবর দিলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন। সেখান থেকে পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন।

দণ্ডিত তিনজন হলেন- মো. সিরাজ, মো. ফারুক ও লিটন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “মাংস বিক্রেতাদের দাবি এটা মরা গরু নয়। গতকাল গরুটি জবাই করা হয়েছিল। বিদুৎ না থাকায় ফ্রিজে রাখা মাংস নষ্ট হয়ে গিয়েছিল।

“যেহেতু বাসি মাংস বিক্রি আইনত দণ্ডনীয় তাই তাদের সাজা দেওয়া হয়েছে।”

চৌধুরীহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেতারা এখন সচেতন। মরার গরুর মাংস বিক্রির সময় ক্রেতারা টের পেয়ে আমাদের বিষয়টি জানায়।

“আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের শাস্তির ব্যবস্থা করেছি, যাতে বাজারের ব্যবসায়ীদের সুনাম নষ্ট না হয়।”