৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার, সাজা ৬ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবা বহনের অপরাধে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 11:48 AM
Updated : 11 June 2017, 11:48 AM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রফিক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। কারাগার থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক আছেন তিনি।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাদক আইনে ছয় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে রফিককে আরও এক মাস কারাভোগ করতে হবে বলে জানান তিনি।

আদালত থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন নগরীর শাহ আমানত সেতু এলাকায় থেকে ৮০০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারের এক মাস পর ৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত কর্মকর্তা।

পিপি ফখরুদ্দিন জানান, ওই বছরের ২৭ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের ছয় জনের মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।