চট্টগ্রামে শেষ হলো ফটোভিস্তার কর্মশালা

চট্টগ্রামে শেষ হয়েছে তিন দিনের আলোকচিত্র কর্মশালা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 07:29 PM
Updated : 27 May 2017, 07:29 PM

শনিবার চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।

আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ফটোভিস্তা’ আয়োজিত কর্মশালাটি তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আলোকচিত্রী আল নাসিম তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার কর্মশালার বিষয় ছিল ‘রেইন- দ্যা বিউটি অ্যান্ড ডিফিকাল্টি’।

“এ বিষয়টির উপর প্রশিক্ষণার্থীরা ছবি তোলেন। সেই ছবি নিয়েই প্রদর্শনীর আয়োজন করা হয়।”

শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন আলোকচিত্রী শোয়েব ফারুকী।

আলোকচিত্রী আবীর আবদুল্লাহ এবং কে এম আসাদ কর্মশালাটি পরিচালনা করেন।