চট্টগ্রামে দুই পোশাককর্মী ধর্ষণে দুজনের ‘স্বীকারোক্তি’

চট্টগ্রামে দুই পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনার ‘দায় স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 04:41 PM
Updated : 20 May 2017, 04:41 PM
শনিবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে তারা এ জবানবন্দি দেন।

গত ১১ মে রাতে নগরীর বায়েজিদ থানার কুঞ্জছায়া আনন্দবাজার ১ নম্বর সড়কের একটি বাসায় দুই পোশাক কর্মী ধর্ষিত হন।

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।এরা হলেন- তারেক, বাছির, মেহেদী হাসান ও রুবেল।

তাদের মধ্যে তারেক ও বাছির ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার অন্য দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রিমান্ড আবেদন করা হলে আদালত মেহেদী হাসানকে তিন দিন এবং রুবেলকে এক দিন হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন।

ধর্ষিত দুই নারীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মঈনুদ্দিন।

তিনি বলেন, “ওই বাসায় ২০ ও ৩৫ বছর বয়সী দুই পোশাক কর্মী থাকেন। বাসাটির দরজা খোলা পেয়ে ধর্ষণকারীরা ঢুকে পড়ে।

“এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। এরা সবাই সমবয়সী এবং স্থানীয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”