চট্টগ্রামে ভারতীয় ভিসা পেতে নারীদের ই-টোকেন লাগবে না

চট্টগ্রাম থেকে ভারতের ভিসা পেতে নারীদের আর আলাদাভাবে ‘ই-টোকেন’ (ভিসার জন্য সাক্ষাতের নির্দিষ্ট তারিখ) নিতে হবে না।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 03:00 PM
Updated : 30 April 2017, 03:09 PM

১৮ বছর ও তার বেশি বয়সের নারীরা অনলাইনে ভিসা ফরম পূরণের পর সরাসরি জমা দিয়ে ভিসা নিতে পারবেন বলে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী পহেলা মে থেকে এ সুবিধা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছর ও এর বেশি বয়সের নারীদের সঙ্গে তাদের স্বামী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের ভিসা নিতে ই-টোকেন নিতে হবেনা।

অবিবাহিত নারীরাও এ সুবিধা পাবেন।

রাজধানী ঢাকায় আগে থেকেই এ সুবিধা চালু রয়েছে।

বর্তমানে শুধু চিকিৎসার জন্য, মুক্তিযোদ্ধা, ৬৫ বছরের বেশি বয়সী এবং বিমান, বাস ও ট্রেনের অগ্রিম টিকিট দেখিয়ে ই-টোকেন ছাড়া সরাসরি ভিসার জন্য আবেদন করা যায়।