সাতকানিয়ায় দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর পর সড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর ‍মৃত্যুর ঘপর চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 01:18 PM
Updated : 12 Feb 2017, 01:42 PM

রোববার উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুপসী নাথ (১১) কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রুপসী ছদাহা ইউনিয়নের সাধন নাথের মেয়ে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় রুপসীকে ধাক্কা দেয় শাহ আমিন পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস । ঘটনাস্থলেই রুপসীর মৃত্যু হয়।

রুপসীর মৃত্যুর প্রতিবাদে তার স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে তারা ১১টার দিকে রাস্তা থেকে সরে যায়।

বাসটি আটক করেছে পুলিশ।