জামাল ‍উদ্দিন হত্যামামলায় অভিযোগ গঠন পিছিয়েছে

রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন আহম্মদ চৌধুরী হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 05:11 PM
Updated : 23 Jan 2017, 05:12 PM

সোমবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আইয়ুব খান উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।

আসামি পক্ষের আইনজীবী মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিপি অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি করেনি। রাষ্ট্রপক্ষে জুনিয়র আইনজীবীরা সময়ের আবেদন করেন। ওই প্রেক্ষিতে আদালত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেছেন।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান চট্টগ্রামে না থাকায় ‍শুনানিতে অংশ নিতে পারেননি বলে আদালতের কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

২০০৩ সালের ১৩ জুলাই জামাল উদ্দিন আহম্মদ চৌধুরী নগরীর বহদ্দারহাট থেকে অপহৃত হন। অপহরণকারীরা তখন এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় ২০০৩ সালের ২২ জুলাই নগরীর চান্দগাঁও থানায় মামলা করেন নিহত জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন।

প্রায় দুই বছর পর ২০০৫ সালের ২৪ অগাস্ট কাশেম চেয়ারম্যানের সহযোগী ও অপহরণ দলের সদস্য কালা মাহবুবের দেওয়া তথ্য অনুযায়ী জামাল উদ্দিনের কঙ্কাল ফটিকছড়ির দইজ্জ্যাখালি পাহাড় থেকে উদ্ধার করা হয়।

এরপর সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় উদ্ধার করা কঙ্কালটি অপহৃত জামাল উদ্দিনেরই।

২০০৬ সালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ মামলায় দেয়া অভিযোগপত্রে ১৬ জনকে আসামি করে পুলিশ।

আসামিদের মধ্যে ফটিকছড়ির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আনোয়ারার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ ও নাজিম উদ্দিন অন্যতম।

এরপর মামলার এক আসামি সোবহান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।

আবেদনটি ২০০৯ সালের ১৪ ডিসেম্বর খারিজ হলেও এরপরের ছয় বছরেও সেটি চট্টগ্রাম আদালতে পৌঁছায়নি। ২০১৬ সালের শুরুতে ওই আদেশ চট্টগ্রাম আদালতে পৌঁছায়।