চট্টগ্রাম বন্দরের জায়গা থেকে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম বন্দরের জায়গায় অবৈধভাবে নির্মিত ২০০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 02:30 PM
Updated : 17 Jan 2017, 02:30 PM

মঙ্গলবার নগরীর সদরঘাটের ব্রিজঘাট থেকে চাক্তাই খাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্দরের জায়গায় নির্মিত অবৈধভাবে নির্মিত চায়ের দোকান, গ্যারেজসহ মোট ২০০টি বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।