রাইফেল ফিরে পাননি কাউন্সিলর, কারাগারে দুই সহযোগী

চট্টগ্রামে অত্যাধুনিক রাইফেলসহ আটক ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর দুই সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 05:09 PM
Updated : 15 Jan 2017, 05:09 PM

পয়েন্ট টু টু বোরের জিএসজি ফাইজ অটোমেটিক মডেলের রাইফেলটি তার নামে লাইসেন্স করা হলেও তা ফেরত পাননি তৌফিক। এ ঘটনায় রোববার আটক দুজনের বিরুদ্ধে হাটহাজারী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় উদ্ধার অস্ত্র হিসেবে তা জমা দেওয়া হয়েছে।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ সহকারী পরিচালক তৌহিদুর রহমান বাদী হয়ে শফিউল বাশার রনি (২৮) ও সোহেল রানাকে (৩২) আসামি করে অস্ত্র আইনে ওই মামলা করেছেন।

শনিবার বিকালে হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে ওই রাইফেল এবং ৫৬ রাউন্ড গুলিসহ তাদের আটক করে র‌্যাব। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার।

গ্রেপ্তারদের মধ্যে রনি নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা তৌফিকের চাচাত ভাই এবং রানা তার ভাগ্নে।

কাউন্সিলর তৌফিক বলছেন, লাইসেন্স করা অস্ত্রটি যে অন্য কেউ বহন করতে পারবে না তা তিনি ‘জানতেন না’।

মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর জানান।