সিআইইউতে নতুন পণ্যের বিপণন কৌশল নিয়ে সেমিনার

নতুন পণ্য উদ্ভাবন, বিপণন কৌশল নিয়ে শিক্ষার্থীদের জন্য সেমিনার হয়েছে চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 03:03 PM
Updated : 25 Oct 2016, 03:03 PM

মঙ্গলবার জামালখান ক্যাম্পাসে সিআইইউ’র মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনগুলো হাজির করে।

চারটি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পণ্য, পণ্য মূল্য, বিপণন, প্রমোশন এবং বিপণন কৌশল সম্বন্ধে নিজেদের ধারণা উপস্থাপন করেন।

মার্কেটিং বিভাগের কোর্সের আবশ্যকীয় অংশ এসব উদ্ভাবগুলো হাজির করেন শিক্ষার্থীরা।

সেমিনারে ব্যতিক্রমধর্মী ধারণার জন্য সাজ্জাদ অনিক ও তার দল ‘বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ লাভ করে।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিআইইউ’র মার্কেটিং বিভাগের সভাপতি ড. মাহমুদ হাসান।