চট্টগ্রামে ৩ ভুয়া সাংবাদিককে পিটিয়ে পুলিশে দিল জনতা

চাঁদাবাজি করতে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে তিন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 08:52 AM
Updated : 25 Oct 2016, 08:52 AM

এরা হলেন- রবিউল ইসলাম (২৩), আবু হাসান ওরফে মামুন (২১) ও মাহফুজুর রহমান (১৯)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার শাহাদত হোসেনের ছেলে।

তারা সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাবুল খানের ভাড়া বাসায় থাকেন বলে পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়–য়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাতে পাহাড়তলীর সরাইপাড়া লোহারপুল সংলগ্ন ঢাকা বেকারি থেকে চাঁদা দাবি করার সময় তাদেরকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে দেয়।

“তিন জনই অনলাইন পত্রিকা ‘নিউজ একাত্তর ডটকম’ এর সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে ঢাকা বেকারিতে প্রবেশ করে ছবি তুলতে থাকে।

“মালিক তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের সাংবাদিক বলে বেকারিতে ‘অবৈধ জিনিস আছে এবং টাকা দাবি করে। টাকা না দিলে সংবাদ প্রকাশের হুমকি দেয়।”

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও ওসি রণজিৎ জানান।