চট্টগ্রামে কিশোরীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

এক কিশোরী শিক্ষার্থীকে উত্ত্যক্তের পাশাপাশি তার মাকে মারধরের অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 03:43 PM
Updated : 24 Oct 2016, 03:43 PM

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শাহজাহান কবির সোমবার এ রায় দেন।

দণ্ডিত রাসু জলদাস ওরফে রাসু গুণ্ডা (২৫) নগরীর কোতোয়ালি থানার বংশাল রোডের নগেন্দ্র জলদাসের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩২৩ ধারায় আসামিকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ৩৫৪ ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

“আদালত উভয় সাজা একসঙ্গে কার্যকরের নির্দেশ দেওয়ায় আসামি মোট দুই বছর সাজা ভোগ করতে হবে।”

২০১৪ সালের ৮ জুলাই বিকালে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিল।

এসময় ওই কিশোরীর গতিরোধ করে রাসু জলদাস। ঘটনাস্থলে কিশোরীর মা উপস্থিত হলে রাসু দুজনের ওপরই হামলা চালায়। এ ঘটনায় কিশোরীর মা আহত হন।

পরে ওই কিশোরীর মা বাদী হয়ে রাসুকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা করেন।

মোট চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।