রাউজানে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 12:56 PM
Updated : 26 August 2016, 12:56 PM

তবে নিহত আবুল হাশেমকে (৪৮) ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে তার ঘনিষ্ঠজনরা দাবি করেছেন। রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাশেমের বাড়ি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায়।

শুক্রবার ভোর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গণপিটুনিতে হাশেম আহত হয়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

“পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চারটি কিরিচ ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।”

ওসি কেফায়েত বলেন, হাশেম একটি ডাকাতি মামলার আসামি। ২০১৪ সালের ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।  

এদিকে নাম প্রকাশ না করার শর্তে হাশেমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক যুবদল কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে হাশেম নগরীর অক্সিজেন এলাকায় থাকেন।

বৃহস্পতিবার হাশেম তার স্ত্রীকে নিয়ে ডাবুয়া ইউনিয়নের শ্বশুড় বাড়িতে বেড়াতে যায়। রাতে কিছু লোক গিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকায় হাশেমকে খুন করা হয়েছে বলেও দাবি এ যুবদল কর্মী বলছেন, এঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দায়ী।

২০১০ সালে পৌর নির্বাচনে হাশেম ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করে পরাজিত হয়েছিলেন বলেও জানান তিনি।