একাত্তরের চেতনায় জঙ্গিবাদ নির্মূলের আহ্বান উদীচীর

একাত্তরের চেতনায় জঙ্গিবাদ নির্মূলের আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের এক কর্মসূচি থেকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 03:09 PM
Updated : 29 July 2016, 03:09 PM

শুক্রবার বিকালে নগরীর চেরাগীর পাহাড় মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত জঙ্গিবাদবিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার সাথে আপোষ করে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না। এখন আর ঘরে বসে থাকা চলবে না। একাত্তরের চেতনা বুকে নিয়ে জঙ্গিদের পরাজিত করতে পথে নামতে হবে।

উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, শিক্ষক অসীম দাশ, সিপিবি নেতা অমৃত বড়ুয়া, রাহাত উল্লাহ জাহিদ, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরিফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, খেলাঘর সংগঠক কবি আশীষ সেন, সুনীল ধর, অঞ্চল চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তাসহ অন্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে চলাকালে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচী জেলা শাখার শিল্পীরা।